গত বছরের তুলনায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত বেড়েছে ৬০ ভাগ

চাটগাঁ নিউজ ডেস্ক: গত বছর অর্থ্যাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৯০৭ জন। একই রোগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে আক্রান্তের সংখ্যা ৯৩৫ জন। যাদের অধিকাংশ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের প্রথম ৯ মাসের তুলনায় চলতি বছরের গেল ৯ মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৬০ ভাগ। আক্রান্তের পাশাপাশি একই সময়ে মৃত্যুর সংখ্যাও বেশি। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গুর প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। হাসপাতালে ভর্তি আছে ১৪০ জন। চলতি বছর এই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে শিশু ৪২২ জন, পুরুষ ১ হাজার ৩১৭ জন এবং নারী ৭৭৬ জন। এর মধ্যে গত ৯ মাসে মারা গেছেন ১৯ জন।

গত দুই বছরে চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি বিশ্লেষণে জানা গেছে, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪ হাজার ৩২৩ জন। এর মধ্যে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ৯ মাসে ১ হাজার ৫০৫ জন আক্রান্ত হয়। আর চলতি বছর ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৫১৫ জন।

এই হিসেবে গতবছরের প্রথম ৯ মাসের তুলনায় চলতি বছরের এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়েছে ৬০ শতাংশ।

গতবছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে ওই বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছে ১৯ জন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top