ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও থেকে অপহৃত শিশু শিক্ষার্থী আব্দুল্লাহ বিন তামিমকে (১২) উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২৬ সেপ্টেম্বর দুপুরে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের খাঁন ঘোনা নুরে ছখিনা হেফজখানার ছাত্র তামিমকে নিয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে যান শিক্ষক দেলোয়ার হোসাইন। বারবার মোবাইল ফোনে যোগাযোগ করেও শিশুর অবস্থান না পেয়ে আতঙ্কিত মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর জেলা পুলিশ সুপার সাইফ উদ্দিনের নির্দেশে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিনের তত্ত্বাবধানে এসআই আশরাফের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। প্রযুক্তির সহায়তায় দেলোয়ার হোসাইনের ব্যবহৃত মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে কুতুবদিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। অভিযানে স্থানীয় থানা পুলিশও সহযোগিতা করেন।
অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা এসআই আশরাফ জানান, শিশুটিকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে।
ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, পুলিশ সুপার মহোদয়ের সহযোগিতায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ শিশুকে উদ্ধার ও ডাকাতির ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন