পড়া হয়েছে: 31
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, আজ সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে নিহত লোকটির মাথা আর দেহ আলাদা হয়ে গেছে। তাই চেনার কোনো উপায় নেই। তবে লোকটির ফোনে থাকা কয়েকটি নম্বরে যোগাযোগ করেছি- কেউ চিনে না বলতেছে।
ঘটনার পর ঘটনাস্থলে যায় জোরারগঞ্জ থানা পুলিশ। তবে ঘটনার কারণ এবং পরিচয় এখনো জানা যায় নি।
চাটগাঁ নিউজ/এমকেএন