পুলিশ থেকে হাতকড়াসহ ছাত্রলীগ নেতাকে ছিনতাই

মহেশখালী প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী থানা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার সময় উপজেলার মাতারবাড়ী নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি তাৎক্ষনিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বিএনপির নেতারা জানান, বিএনপির দলীয় অফিস ভাঙচুর বিস্ফোরক মামলার এজাহার নামীয় আসামি উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ কাইয়ুমকে পুলিশের একটি অভিযানিক দল গ্রেপ্তার করতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আসামি কাইয়ুমকে পুলিশ গ্রেপ্তার করার পর তার ভাই শ্রমিকদল নেতার নেতৃত্বে প্রায় ১০-২০ জন ছাত্রলীগ-যুবলীগ একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি আব্দুল্লাহ কাইয়ুম ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে মহেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে।

তবে রাত ১০ টার সময় এ রিপোর্ট লেখার পর্যন্ত মাতারবাড়ি পুলিশ হাতকড়াসহ পালানোর বিষয়টি অস্বীকার করেছে। স্থানীয়রা মনে করছেন পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে মনে করে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের বিষয়টা এড়িয়ে যাচ্ছে পুলিশ।

এ বিষয়ে মহেশখালী থানার ওসি মনজুরুল হকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও নেটওয়ার্ক সমস্যার কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দীন শাহীন জানান, আমি শুনেছি গ্রেপ্তারকৃত আসামিকে সংঘবদ্ধ হয়ে একদল লোক পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, তবে বিষয়টি সত্যি কিনা জানিনা। এ ঘটনায় তদন্ত চলমান। খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/হোবাইব/এসএ

Scroll to Top