দুর্গাপূজা ঘিরে চট্টগ্রামের ২৫ পয়েন্টে র‌্যাবের বিশেষ নজরদারি

চাটগাঁ নিউজ ডেস্ক: র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো.হাফিজুর রহমান বলেছেন, চট্টগ্রাম মহানগরীর পূজামণ্ডপগুলোয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ চেকপোস্ট, রোবাস্ট পেট্রোলিংসহ সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের রহমতগঞ্জ জে এম সেন হলে পূজামণ্ডপে পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি পরিদর্শন করেন নগরের দীপিকা সংঘের ভৈরব বাড়ি মণ্ডপ প্রাঙ্গণ, মহাজন ঘাটাসহ পাঁচটি পূজামণ্ডপ ।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরসহ প্রায় ২৫টি স্থানে বসানো হয়েছে নিয়মিত চেকপোস্ট। পাশাপাশি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে সাদা পোশাকের টিম। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ালে তা শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে নিয়োজিত করা হয়েছে বিশেষ টিম।

লেফটেন্যান্ট কর্ণেল মো. হাফিজুর রহমান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে। বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে আগামী ২ অক্টোবর এ উৎসব শেষ হবে। এ সময়ে যাতে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে, সেজন্য ২৬ সেপ্টেম্বর থেকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ পর্যন্ত দায়িত্বাধীন এলাকায় কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে র‌্যাব-৭ সার্বক্ষণিক প্রস্তুত আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top