পটিয়ায় ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ, পুলিশের লাঠিচার্জে আহত ৭

পটিয়া প্রতিনিধি: ইসলামী ব্যাংকের পুনঃনিরীক্ষণ পরীক্ষাসহ বিভিন্ন ইস্যু নিয়ে পটিয়ায় ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ করে দিয়েছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ব্যাংক কর্মকর্তারা নির্ধারিত সময়ে ব্যাংকে গেলে তাদেরকে কাজে বাধা দেয় ব্যাংক কর্তৃপক্ষ। এসময় ব্যাংকারদের পক্ষে স্থানীয় লোকজন অবস্থান নিয়ে ব্যাংকের সকল কাযক্রম সম্পূর্ণ বন্ধ করে দেন।

জানা যায়, পটিয়ায় ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় মোট ৬০ জন কমকর্তা আছে। তার মধ্যে ২৮ জন পুনঃনিরীক্ষণ পরীক্ষা অংশগ্রহণ করার কথা থাকলেও কেউ পরীক্ষায় অংশগ্রহণ করেনি। এই কারণে আজ সকালে তারা ব্যাংকে গেলে তাদের আইডি বন্ধ করে তাদেরকে ব্যাংকের একটি কক্ষে বসিয়ে রাখা হয়। এই কথা যখন জানাজানি হয়ে যায় তখন স্থানীয় বিক্ষুব্ধ জনতা ব্যাংকের কাযক্রম সম্পূর্ণ বন্ধ করে দেন। একপর্যায়ে উত্তেজনা ব্যাপক ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ব্যাংকের লেনদেন বন্ধ করে দিয়ে মূল গেইটে তালা ঝুলিয়ে দেন।

খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দফায় দফায় লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে আরও উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। বর্তমানে ব্যাংকের ভেতরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং গেইটে তালা দেওয়া আছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ছালেহ বলেন, সকাল সাড়ে ১০ টার পযন্ত ব্যাংকের লেনদেন ঠিকঠাক মতো চলছিলো। ১১টার দিকে ব্যাংকের লেনদেন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় থানায় একটি লিখত অভিযোগ করা হয়েছে।

বিস্তারিত দেখুন সিপ্লাস টিভিতে……………………..

চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন

Scroll to Top