চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর সাগরিকা রোড এলাকায় একটি লোহার ওয়ার্কশপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মতো দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাহাড়তলী থানার সাগরিকা এলাকার রফিক সওদাগরের ওয়ার্কশপে এ দুর্ঘটনাটি ঘটে।
এতে দগ্ধরা হলেন— মো. আব্দুল কাদের (৬০), মো. আবুল কাসেম (৬০), মো. করিম (২৯), আব্দুল জলিল (৫৫), আবুল বশর খান (৬০), জামাল হোসেন (৩৮), মো.রাসেল (২৮) ও মো. বাহার উদ্দিন (৪৫)।
জানা গেছে, রফিক সওদাগরের ওয়ার্কশপে লোহার জগ গরম করার সময় এ বিস্ফোরণ ঘটে। পরে স্থানীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দগ্ধ ৮ জনকে হাসপাতালে আনা হলে তাদের জরুরিভাবে বার্ন অ্যন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করানো হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ