চাটগাঁ নিউজ ডেস্ক: উড়োজাহাজ ভাড়া কমায় ২০২৬ সালে পবিত্র হজপালনে চলতি বছরের চেয়ে খরচ কিছুটা কমতে পারে। তাই হাতে সময় কম থাকায় বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে একটি ‘আনুমানিক ভাড়া’ হিসাবে রেখে রোববার বিকেলে (২৮ সেপ্টেম্বর) হজ প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
এর আগে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা হওয়ার কথা রয়েছে। এই কমিটির সভাপতি ধর্মবিষয়ক উপদেষ্টা। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। এ সভায় হজ প্যাকেজ চূড়ান্ত অনুমোদন শেষে ঘোষণা দেওয়া হবে।
জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী, হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শেষ হবে আগামী ১২ অক্টোবর। এই সময় আর বাড়ানো হবে না বলে ধর্ম মন্ত্রণালয় নিশ্চিত করেছে। সে হিসেবে হাতে সময় রয়েছে মাত্র পনেরো দিন। কিন্তু ধর্ম মন্ত্রণালয় থেকে হজ প্যাকেজ ঘোষণা না করায় হজযাত্রীদের নিবন্ধনে আগ্রহ তেমন দেখা যাচ্ছে না। এটা নিয়ে এজেন্সির মালিকরা কিছুটা বিপাকে আছেন।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৯৫৪ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ১৩৫ জন প্রাথমিক নিবন্ধন করেছেন। হজ প্যাকেজ ঘোষণা না হওয়ায় অর্থাৎ কত খরচ হবে সেটি নির্ধারিত না হওয়ায় হজযাত্রীরা নিবন্ধনে আগ্রহ দেখাচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
যদিও আরও আগে হজ প্যাকেজ ঘোষণার দাবি জানিয়ে আসছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
হাবের সহ-সভাপতি হাফেজ মাওলানা নুর মোহাম্মদ বলেন, ‘অনেক দেরি হয়ে গেছে, আমরা চাই হজ প্যাকেজ দ্রুত ঘোষণা করা হোক। প্যাকেজ ঘোষণা দেরি হওয়ার কারণে নিবন্ধনের গতি অনেক কম। প্যাকেজ ঘোষণা হলে আশা করি নিবন্ধনে গতি বাড়বে।’ এ সময় তিনি হজ নিবন্ধন প্রক্রিয়ার বিষয়ে প্রচার-প্রচারণার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
তার মতে, ‘যেহেতু সৌদি সরকার হজ ব্যবস্থাপনার সময় এগিয়ে এনেছে, এটা আমাদের হাজিদের এজেন্সির লোক সেভাবে বুঝাতে সক্ষম হচ্ছে না, এক্ষেত্রে রেডিও-টেলিভিশনসহ জাতীয় গণমাধ্যমে প্রচার-প্রচারণার বিষয়টি আলোচনা করা দরকার। তাহলে হজ পালনেচ্ছুকদের মাঝে সাড়া পড়বে।’
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য এবার তিনটি প্যাকেজ ঘোষণা করা হবে। ২০২৫ সালে দুটি প্যাকেজ ছিল। আর চলতি বছরের (২০২৫) মতো আগামী বছরও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য একটি প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হবে। হজ এজেন্সিগুলো এর নিচে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না। ।
চলতি বছর হজে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, প্যাকেজ-২ এর খরচ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। আর বেসরকারিভাবে হজ পালনে সর্বনিম্ন খরচ নির্ধারণ করে দেওয়া হয়েছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। এর ভিত্তিতে প্যাকেজ নির্ধারণ করেছে হজ এজেন্সিগুলো।
আগামী বছর মসজিদে হারামের কাছাকাছি ৫০০ থেকে ৭০০ মিটারের মধ্যে হোটেলের সুবিধা দিয়ে একটি প্যাকেজ হবে। গত বছরের প্যাকেজ-২ এ আরও সুযোগ-সুবিধা বাড়িয়ে এই প্যাকেজটি করা হচ্ছে। এক্ষেত্রে খরচও পড়বে সবচেয়ে বেশি।
আরেকটি প্যাকেজ হবে হারাম শরিফের ২ কিলোমিটারের মধ্যে। যেটি এবার প্যাকেজ-১ এ ছিল। এবার এ প্যাকেজের খরচ গতবারের থেকে কিছুটা কমবে।
আরেকটি প্যাকেজ হবে হারাম শরিফ থেকে দূরবর্তী আজিজিয়া এলাকায় আবাসন সুবিধা সংবলিত। এটি হবে সাশ্রয়ী প্যাকেজ। এই প্যাকেজের মাধ্যমে হজ পালনে সাড়ে চার লাখ টাকার মতো খরচ হতে পারে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে এজেন্সিগুলোর জন্য যে প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হবে, সেক্ষেত্রে চলতি বছরের তুলনায় খরচ কিছুটা কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চলতি বছর হজে উড়োজাহাজ ভাড়া ছিল এক লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। বহু দেন-দরবারের পরও হজযাত্রীদের উড়োজাহাজ চূড়ান্তভাবে নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, গত কিছুদিন ধরেই হজের উড়োজাহাজ ভাড়া নির্ধারণের জন্য ধর্ম মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছিল। দুই উপদেষ্টা একসঙ্গে বসেও ছিলেন। কিন্তু, ভাড়া নির্ধারণের বিষয়ে ঐকমত্য হয়নি।
ধর্ম মন্ত্রণালয়, উড়োজাহাজ ভাড়া এক হাজার ডলার (এক লাখ ২২ হাজার টাকা-শুল্ক ছাড়া) নির্ধারণের বিষয়ে অনড় অবস্থান নেয়। অন্যদিকে, বিমান মন্ত্রণালয় গত হজের বিমান ভাড়া (এক লাখ ৬৭ হাজার ৮২০ টাকা) ধরে প্যাকেজ ঘোষণার অনুরোধ জানায়। পরবর্তী সময়ে বিচার-বিশ্লেষণ করে ভাড়া কমানোর বিষয়ে পদক্ষেপ নিয়ে তা জানানো হবে।
ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আগামী হজের উড়োজাহাজ ভাড়া এক লাখ ৫৫ হাজার থেকে এক লাখ ৬০ হাজার টাকায় দাঁড়াবে। সেক্ষেত্রে চলতি বছরের থেকে ভাড়া ৮ থেকে ১০ হাজার টাকা কমতে পারে।
আগামী বছর খাবার খরচ ও কোরবানি প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে নাকি বাইরে থাকবে সেই বিষয়ে শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে হজ অনুবিভাগ সূত্রে জানা গেছে।
গত কয়েক বছরের মতো আগামী বছরও বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। যদিও গত তিন হজে বাংলাদেশের কোটা পূরণ হয়নি।
চাটগাঁ নিউজ/জেএইচ