চাটগাঁ নিউজ ডেস্ক: বাঁশখালীর পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে হারিয়ে যাওয়া ৭ স্কুল শিক্ষার্থীকে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ডাকভাঙা পাহাড় এলাকা থেকে শিশুদের উদ্ধার করে তাদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়।
এসময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে শিশুদের উদ্ধারে অংশ নেওয়া পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাঁশখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির সাত শিক্ষার্থী বাড়ি থেকে বের হয়। রাত পেরিয়ে গেলেও নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পুলিশের কাছে খবর দেন। পরে চট্টগ্রামের পুলিশ সুপারের নির্দেশে বাঁশখালী থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তল্লাশি অভিযান শুরু করে।
উদ্ধার পাওয়া শিক্ষার্থীরা হলো- আবরার উদ্দীন ইশরাক (১১), মাহাতাফ মঞ্জুর চৌধুরী (১১), কৃতশিক দাশ স্বপ্নীল (১২), মোহাম্মদ জিনান (১১), মোহাম্মদ বিন মাহমুদ (১১), আকতার (১২) ও মো. সাইদ (১২)।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ অনুযায়ী শিশুরা মিয়ার বাজার থেকে ইজিবাইকে উত্তর দিকে যায়। এরপর আর দেখা না যাওয়ায় পুলিশ ধারণা করে, তারা পাহাড়ি এলাকায় প্রবেশ করেছে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ ছয়টি দল গঠন করে পাহাড়ি এলাকা, জঙ্গল ও দুর্গম পথে তল্লাশি চালায়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও অভিভাবকেরাও অনুসন্ধানে অংশ নেন। শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে ডাকভাঙা পাহাড় থেকে সাত শিশু সুস্থ অবস্থায় উদ্ধার হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, শিশুদের একা দুর্গম এলাকা বা পাহাড়ে যেতে নিরুৎসাহিত করতে হবে। বিদ্যালয় শেষে নিরাপদে বাড়ি ফেরার বিষয়ে নজর রাখতে হবে।
চট্টগ্রামের পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম সানতু বলেন, শিশুদের নিরাপত্তা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। বাঁশখালী থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে শিশুদের উদ্ধার করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ