পটিয়ায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৮

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ার আমজুর হাট এলাকায় দুই যাত্রীবাহী ঈগল পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আমজুর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—সুমন (৩০), বারেক (৪০), মঈন উদ্দিন (২৫), নেছার (৪৫), জুনায়েদ (২৭), যশোদা (২৩), মোস্তফা (৩৮) ও আবু তাহের (৬০)। আহতদের মধ্যে নেছারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার সাবরিনা বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে নেছারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই যাত্রীবাহী ঈগল বাসের মুখোমুখি সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনকে চমেকে পাঠানো হয়। দুর্ঘটনায় জড়িত একটি গাড়ি আটক করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top