‘নির্বাচন রোহিঙ্গা সংকট সমাধানের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে’

চাটগাঁ নিউজ ডেস্ক : সংসদ নির্বাচন ঐক্যবদ্ধভাবে করা গেলে দেশের অবস্থান অনেক শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম। এতে রোহিঙ্গা সংকট সমাধানের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা ফারুক–ই–আজম শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে চট্টগ্রাম রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে দেওয়া বক্তব্যে এসব বলেন। চট্টগ্রাম ফোরাম আয়োজিত ‘চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট : মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ’ শীর্ষক এ সেমিনার জুলাই বিপ্লব হলে অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘দেশে যে রাজনৈতিক ঐক্য তৈরি হয়েছে, তাতে আগামী সংসদ নির্বাচন যদি ঐক্যবদ্ধভাবে করা যায় তাহলে দেশের অবস্থান অনেক শক্তিশালী হবে। যা রোহিঙ্গা সংকট সমাধানের সুষ্ঠু পরিবেশ তৈরি করবে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা আরও বলেন, ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক সংকট। তাই একে আন্তর্জাতিকভাবে সমাধান করতে হবে। এর সঙ্গে প্রতিবেশী অনেক রাষ্ট্রের স্বার্থও জড়িত।’

এ সময় রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় সংকট বাড়ার আশঙ্কা করে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ চায় রোহিঙ্গারা সম্মানের সঙ্গে মিয়ানমারে ফিরে যাক।’

সেমিনারে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ বিশিষ্টজনরা মতামত তুলে ধরেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top