ভাবির সোনা চুরি করে ধরা পড়ল দেবর

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের পাঁচলাইশ এলাকায় গৃহবধূর বাসায় চুরির ঘটনায় দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া ১০ ভরি ৪ আনা স্বর্ণালংকার ও গলানো স্বর্ণের পাতসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

মামলার বাদী সাইফা হায়াত (৩২) পেশায় একজন গৃহিণী। তার স্বামী প্রবাসে থাকেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদীর স্বামীর ছোট ভাই মিজানুর রহমান (৩২) গত ১২ সেপ্টেম্বর সকালে ভাড়াবাসায় প্রবেশ করে আলমিরার ড্রয়ার থেকে প্রায় ১৫.৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা এবং ১ হাজার ৬০০ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৪৯ হাজার) চুরি করে নিয়ে যান।

মামলার বাদী ১৪ সেপ্টেম্বর ঢাকায় কাজ শেষে বাসায় ফিরে চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে দেবরের সংশ্লিষ্টতার প্রমাণ পান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে পাঁচলাইশ মডেল থানার এসআই মো. আল-আমিন খান জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ১টার দিকে রহমান নগর বি-ব্লক এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করেন। এরপর তার স্বীকারোক্তি ও দেখানো মতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।

তদন্ত কর্মকর্তা আরও জানান, অভিযানে মোট ১০ ভরি ৪ আনা ওজনের স্বর্ণালংকার ও গলানো স্বর্ণের পাত, নগদ ৬ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের কিছু অংশ চট্টগ্রামের বিভিন্ন স্বর্ণের দোকান থেকে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার মিজানুর রহমানকে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top