রাঙ্গুনিয়ায় আলোচিত রুবেল হত্যা মামলার আসামি গ্রেফতার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার আলোচিত সিএনজি অটোরিকশা চালক রুবেল হত্যা মামলার অন্যতম পলাতক আসামি আবদুল গফুর প্রকাশ বাইল্ল্যাকে অবশেষে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে রাঙ্গুনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রুবেল হত্যা মামলার এজহারভুক্ত আসামি আবদুল গফুর গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলো। এটি ছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি বিরাজ করছে।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, তাকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। ইতিপূর্বে গ্রেফতার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য গত বছরের ২৬ ডিসেম্বর দিবাগত রাত একটার পর উপজেলার লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়া এলাকায় গাড়িতে গ্যাস নিয়ে ফেরার পথে রুবেলকে পিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। সে চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মোহাম্মদ আলীর পুত্র। তবে তিনি দীর্ঘদিন ধরে লালানগর ৫ নম্বর ওয়ার্ডে তার শ্বশুরবাড়িতে থাকতেন। এই ঘটনায় পরেরদিন নিহতের স্ত্রী কাজলী আক্তার বাদী হয়ে অজ্ঞতানামা আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় এখন পর্যন্ত বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top