রাউজানে জেলা কৃষক দলের সদস্য সচিবকে চুরিকাঘাত

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় রাস্তা সম্প্রসারণকে কেন্দ্র করে মুহাম্মদ আজিজুল হক (৫৫) নামের এক ব্যক্তিকে প্রতিপক্ষ দ্বারা চুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পথেরহাট এলাকায় এই ঘটনা ঘটে।

আহত মুহাম্মদ আজিজুল হক ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাগির হোসেন সওদাগরের বাড়ির মৃত জাগির হোসের ছেলে এবং চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। এছাড়াও তিনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারের অনুসারী হিসেবে পরিচিত।

এই বিষয়ে জানতে ভুক্তভোগীর মুঠোফোনে একাধিকবার ফোন করার পর ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে তার ছেলে পরিচয়ে একজন ফোন রিসিভ করে বলেন, বাবা নোয়াপাড়া পুলিশ ফাঁড়িতে পুলিশ সাথে এই বিষয়ে কথা বলছেন। এখন কথা বলতে পারবে না।

তবে, হাতে আসা ভুক্তভোগী আজিজুল হকের স্বাক্ষরিত একটি অভিযোগের কপিতে উল্লেখ করা হয়, একই এলাকার মো. ইউসুফ(২৫), মো. আরমান(৩০), ইমরান(২৭), সোলাইমান (২৮), হাসান(২৭), দুলু হাসান(২৮)সহ অজ্ঞাত ১০/১২ জনের একটি দল পূর্ব শত্রুতার জেরে আজিজুল হককে অশ্লীল ভাষায় গালিগালাজ করে তার পেটে চুরিকাঘাত করতে চেষ্টা করে।

তিনি তাৎক্ষণিকভাবে বামহাতে প্রতিহত করার চেষ্টা করলে এতে তিনি গুরুতর আহত হয়। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। সেখানে আরো উল্লেখ করা হয় তারা ইতোপূর্বে তার বাড়িঘরেও ভাংচুর চালিয়েছে।

এই প্রসঙ্গে রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, এই ঘটনায় কেউ এখনও লিখত অভিযোগ দায়ের করেনি। তবে, আজিজুল হক নামের একজন মৌখিক অভিযোগ করেছেন। তবে, এই ঘটনাটি রাজনৈতিক কোন ঘটনা নয়। প্রাথমিক ভাবে জানতে পেরেছি, এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। সেখানে রাস্তার পাশে একটা বাড়ি বেড়া সরানোর জন্য আজিজুল হক চাপ প্রয়োগ করেন। এতে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়।

চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন

Scroll to Top