চট্টগ্রামে ট্রাক চাপায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর মাদারবাড়ীতে ট্রাক চাপায় এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে মাদারবাড়ী শুভপুর বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হওয়ার সময় ট্রান্সপোর্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদকে একটি ট্রাক চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ এবং স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ আজাদ এন্টারপ্রাইজ নামের ট্রান্সপোর্ট ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আবুল কালাম আজাদ রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হন।

আবুল কালাম আজাদী দিদার মার্কেট এলাকার মদিনা মসজিদের পাশেই বসবাস করতেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top