মহেশখালী প্রতিনিধি: মহেশখালীতে ব্রজপাতে মোহাম্মদ সুমন নামে এক চিংড়ি প্রজেক্ট শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার কালারমার ছড়ার ইউনিয়নের মাইজপাড়া এলাকাযর পশ্চিম পাড়ার মঞ্জুর আলমের পুত্র বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেন বদরখালী জেনারেল হাসপাতালে আবাসিক ডাক্তার রাকিবুল হোসাইন।
জানা যায়- মোহাম্মদ সুমন ইউনিয়নের মাইজপাড়ার পশ্চিমে নয়াকাটা ঘোনা নামে চিংড়ি প্রজেক্টের শ্রমিক ছিলেন। আজ হঠাৎ জড়োবৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি চিংড়ি প্রজেক্টের বাসা থেকে বের হতেই বজ্রপাতের শিকার হন। পরে সেখান থেকে অন্যান্য শ্রমিকেরা দ্রুত চিকিৎসার জন্য ইউনুসখালী বাজারে পল্লী চিকিৎসক ইসহাকের কাছে নিয়ে যান। এ সময় চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান এবং আরও নিশ্চিত হওয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তারা বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কালারমার ছড়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ জানান- মাইজপাড়ায় বজ্রপাতে একজন মারা গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন