চিটাগাং চেম্বার নির্বাচন: ৩৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাটগাঁ নিউজ ডেস্ক : চিটাগাং চেম্বারের নির্বাচনে চারটি গ্রুপে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭১ প্রার্থী। এর মধ্যে প্রাথমিক বাছাইতে বাতিল হয়েছে ৩৫ জনের মনোনয়নপত্র। তবে আপিল করার কিংবা ঘাটতি থাকা কাগজপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন চিটাগাং চেম্বার নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং পরিচালক (স্থানীয় সরকার) মনোয়ারা বেগম।

তিনি বলেন, কিছু কাগজপত্রের ঘাটতির কারণে কিছু প্রার্থীর মনোনয়ন বৈধ হয়নি। তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার কিংবা আপিল করার সুযোগ পাবেন।

জানা গেছে, অর্ডিনারি সদস্য গ্রুপে বৈধ প্রার্থী ২৪ জন। তাঁরা হলেন- এএসএম ইসমাইল খান, শহীদুল আলম, মো. গোলাম সরওয়ার, মো. শওকত আলী, মো. জামাল উদ্দিন, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী, তাওসিফ আহমেদ, আসাদ ইফতিখার, এমাদ এরশাদ, মো. জসিম উদ্দিন চৌধুরী, ডা. এটিএম রেজাউল করিম, মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মোহাম্মদ আজিজুল হক, মো. ওয়াহিদ মুরাদ চৌধুরী, আহমেদ রশিদ আমু, মো. আরিফ হোসাইন, মোহাম্মদ মুসা,. মোহাম্মদ শফিউল আলম, মো. রাশেদ আলী, রাকিবুল আলম, কাজী ইমরান এফ রহমান ও আহমেদ উল আলম চৌধুরী (রাসেল)।

অ্যাসোসিয়েট সদস্য গ্রুপে বৈধ প্রার্থী ৯ জন। তাঁরা হলেন- মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, মো. শওকত আলী, সরওয়ার আলম খান, এসএম নুরুল হক, মোস্তাক আহমেদ চৌধুরী, মো. রফিকুল ইসলাম, এসএম কামাল উদ্দিন ও মোহাম্মদ আইয়ুব।

ট্রেড গ্রুপে তিনটি পরিচালক পদে বৈধ প্রার্থীও তিনজন । তাঁরা হলেন-মোহাম্মদ আমিরুল হক, মোহাম্মদ আকতার পারভেজ এবং এসএম শফিউল আলম।

অর্ডিনারি সদস্য গ্রুপে ২৪ জন, অ্যাসোসিয়েট সদস্য গ্রুপে ৮ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপের তিন প্রার্থীরই মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল হয়েছে।

গত ১১ আগস্ট চিটাগাং চেম্বারের ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের পরিচালকমণ্ডলীর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয় (বাণিজ্য সংগঠন-১) কর্তৃক গঠিত নির্বাচন বোর্ড। আগামী ১ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরির ২৪ পরিচালক পদে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হবে। এর মধ্যে অর্ডিনারি মেম্বার ক্যাটাগরিতে ১২ জন, অ্যাসোসিয়েট মেম্বার ৬ জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩ জন পরিচালক নির্বাচিত হবেন। ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। ১৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় প্রকাশিত হয় চেম্বারের সদস্যদের ভোটার তালিকা। এতে সাধারণ সদস্য হিসেবে চার হাজার এক জন, সহযোগী সদস্য হিসেবে দুই হাজার ৭৬৪, টাউন অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে ৫ জন এবং ট্রেড গ্রুপের সদস্য হিসেবে ১০ জন তালিকাভুক্ত রয়েছেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top