ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে গোসল করতে নেমে পুকুরে ডুবে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম মো. নাহিদুল ইসলাম (১৫)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের পুকুরে এ ঘটনা ঘটে।
নাহিদ বাগান বাজার ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার কামাল উদ্দীনের ছেলে।
নিহতের মামা মো. জসিম জানান, বিকেলে স্কুলছুটির পর ৫-৬ জন শিক্ষার্থী স্কুলের পাশে একটি পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে বাকিরা উঠে আসলেও নাহিদ উঠতে পারেনি। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা পুকুরে নেমে তার মরদেহ উদ্ধার করে।
প্রধান শিক্ষক চৌধুরী মোহাম্মদ ইমাম উদ্দীন নূরী জানান, স্কুলছুটির পর ৫-৬ জন শিক্ষার্থী পুকুরে গোসল করতে নামে। নাহিদুল সাঁতার কাটতে জানতো। সে যখন পানিতে ডুব যাচ্ছিল, তার বন্ধুরা তাকে টেনে তোলার চেষ্টাও করেছিল। কিন্তু তারা না পেরে দ্রুত সকলকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
গ্রামের মানুষ বলছে, হাসি-খুশি নাহিদ আজ নেই এই বিশ্বাসই আমাদের হচ্ছে না। এক মুহূর্তে আনন্দঘন বিকেল যেন পরিণত হলো শোকাবহ বিষাদে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন