সীতাকুণ্ডে ডোবায় পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে বাড়ির পাশে ডোবায় পড়ে মো. আলিফ নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে তিনটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ বগুলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আলিফের পিতা মো. সুমন জানান, তারা বেশকিছু দিন ধরে বগুলা বাজার এলাকায় বসবাস করে আসছেন। বুধবার বিকালে পরিবারের সদস্যদের অগোচরে আলিফ ঘরের পিছনে ডুবায় পড়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে ডুবাতে পাওয়া যায়। এসময় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্ত মৃত ঘোষণা করেন। সুমনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাপুর থানার আলেকজান্ডার গ্রামে।

চাটগাঁ নিউজ/দুলু/এসএ

Scroll to Top