রাঙ্গুনিয়ায় বসতঘরে অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার ১

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড নাপিত পুকুরিয়া রাবার ড্যাম নতুন পাড়া এলাকায় একটি বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

তার নাম মানিক মিয়া (২৮)। তিনি ওই এলাকার বদি আলমের ছেলে। গোপন সংবাদে অভিযান চালিয়ে গত ২২ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গ্রেফতার মানিক মিয়াকে দুধপুকুরিয়ার একটি বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে ৷ তার বিরুদ্ধে বন আইনের দুটি মামলায় সাজা এবং আরও একটি মামলায় পরোয়ানা ছিলো। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top