ফটিকছড়ির জামেউল উলুম মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ, ১৩ দফা দাবি

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১২১ বছরের প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেউল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষার্থীরা বিক্ষোভে নেমেছেন। নিজেদের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। পরে তারা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে অবস্থান, মিছিল ও সমাবেশের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এর আগে শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট স্মারকলিপি জমা দেন।

শিক্ষার্থীরা জানান, আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শভিত্তিক এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এসব অনিয়মের বিরুদ্ধে তারা ১৩ দফা দাবি উত্থাপন করেছেন। শিক্ষার্থীদের হুঁশিয়ারি—২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে তারা সড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা হুমায়ুন কবির মজুমদার বলেন— শিক্ষার্থীদের সঙ্গে আমরা আলোচনা করেছি। কিছু দাবি ইতোমধ্যেই মেনে নেওয়া হয়েছে, আর কিছু দাবি মাদ্রাসা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। আশা করি শিক্ষার্থীরা দায়িত্বশীল আচরণ করবে এবং শিগগির ক্লাসে ফিরে আসবে।

অপরদিকে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন, শিক্ষার্থীরা আমার কাছে এসেছে। এ বিষয়ে আমি শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তাদের দাবির অনেকগুলোই বাস্তবায়নযোগ্য। আমি শিক্ষকদের দ্রুত এসব দাবি মেনে নিতে পরামর্শ দিয়েছি।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top