সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় জয়নাল আবেদীন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন বারইয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে। তিনি একই ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ড বিএনপির সদস্য বলে জানা গেছে।

স্থানীয় ও কুমিরা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল আবেদিন মোটরসাইকেল চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ছোট দারোগারহাট এলাকায় যাওয়ার পথে ঢাকামুখী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির রব্বানী বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top