তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, দাবি ক্রীড়া উপদেষ্টার

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে দিন দিন। নির্বাচনকে কেন্দ্র করে সরকারি হস্তক্ষেপ ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

গতকাল (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি পদে প্রার্থী তামিম ইকবাল অভিযোগ করেন, ‘সরকারের ঊর্ধ্বতন মহল থেকে বিসিবি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।’ তামিম সরাসরি কারও নাম না বললেও ইঙ্গিত ছিল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দিকেই।

একই দিন রাতে একটি টেলিভিশন সাক্ষাৎকারে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘সরকার নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে না। বরং তামিমকে সামনে রেখে একটি পক্ষ নিজেদের সুবিধা আদায়ের চেষ্টা করছে। এমনকি অপহরণ ও ভয়ভীতির মতো সন্ত্রাসী কার্যক্রমও চালানো হচ্ছে।’

তিনি দাবি করেন, ‘তামিম ভাইয়ের পক্ষের লোকজন ক্লাব কাউন্সিলরদের অপহরণ করছে, কাউন্সিলরশিপ দখল করতে চাচ্ছে। এমনকি বুলবুল ভাইকে ফোন দিয়ে বলা হয়েছে—নির্বাচন থেকে সরে দাঁড়ান, আপনাকে বিসিবির সিইও বানানো হবে। এসব কী? এগুলো তো সন্ত্রাস।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘সরকার নয়, বরং রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন জায়গায় জেলা প্রশাসকদের (ডিসি) ফোন করে কাউন্সিলর পাঠানোর জন্য চাপ দিচ্ছেন। এটাকেই প্রকৃত পলিটিকাল হস্তক্ষেপ বলা যায়।’

সরকারের পক্ষ থেকে বিসিবি নির্বাচনকে প্রভাবিত করা হচ্ছে—এমন অভিযোগের ব্যাখ্যায় ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমাদের অধীনস্থ কারও সঙ্গে আমি বা সচিব কথা বলতেই পারি। এটি সরকারের রুটিন কার্যক্রম। এটাই যদি হস্তক্ষেপ হয়, তাহলে আগে বুঝতে হবে সরকারের এখতিয়ার কতটুকু।’

আসিফ মাহমুদের বক্তব্য অনুযায়ী, তামিম নিজে কতটা এসব কর্মকাণ্ডে জড়িত তা স্পষ্ট নয়, তবে তাকে ব্যবহার করা হচ্ছে একটি ব্যানার হিসেবে। ‘তামিম ইকবালকে সামনে রেখে এসব হচ্ছে। আমি জানি না উনি বুঝছেন কি না, কিন্তু তাকে সামনে রেখেই একপক্ষ সন্ত্রাস করছে,’—বলেন ক্রীড়া উপদেষ্টা।

তবে সবশেষে তিনি বলেন, ‘নির্বাচন শতভাগ সুষ্ঠু হোক, সেটাই আমাদের চাওয়া। তামিম যদি দেশের ক্রিকেটপ্রেমীদের প্রতিনিধি হয়ে প্রার্থী হতেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম। কিন্তু এখন তিনি একটা রাজনৈতিক ব্যানারের অংশ হয়ে গেছেন।’

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top