চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ট্রাভেল এজেন্টদের নিয়ে মালদ্বীপে আয়োজন করেছে তিনদিনব্যাপী বিশেষ সম্মেলন পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫।
গত ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মালদ্বীপের ক্রসরোড আইল্যান্ডের সাই লেগুন ও হার্ড রকে অনুষ্ঠিত হয় এই আয়োজন।
এ সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৩০০-এরও বেশি ট্রাভেল এজেন্সির অংশীদারগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এতে পারফরম্যান্সের ভিত্তিতে ৪০ জন ট্রাভেল এজেন্টকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার মো. মোজাহেদ হোসেন মিঠু প্রতিষ্ঠানের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। তিনি এই স্বীকৃতি অর্জনে ইউএস-বাংলার প্রতি কৃতজ্ঞতা জানান এবং ট্রাভেল জোনের গ্রাহক ও সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন।
ট্রাভেল জোন কর্তৃপক্ষ জানায়, এ অর্জন তাদের আগামী দিনে আরও পেশাদারিত্বের সাথে যাত্রীসেবা প্রদান করতে উৎসাহিত করবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, গ্রাহক সন্তুষ্টি ও সেবার মান উন্নয়নই তাদের সর্বোচ্চ অঙ্গীকার।
প্রতিষ্ঠার পর থেকে ট্রাভেল জোন দেশি-বিদেশি এয়ার টিকেটিং, ভিসা প্রসেসিং, ওমরা ও হজ্ব কার্যক্রমসহ পূর্ণাঙ্গ ভ্রমণ সেবা প্রদান করে আসছে। আন্তর্জাতিক মানের সেবা প্রদানের ফলে প্রতিষ্ঠানটি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
এই অর্জনকে ট্রাভেল জোন পরিবার তাদের দীর্ঘদিনের সাফল্যের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন