চুরি-ছিনতাই হওয়া ফোন ফেরত দিতে ডিবির প্রদর্শনী

চাটগাঁ নিউজ ডেস্ক: নগরীতে চুরি ও ছিনতাই হওয়া মুঠোফোনের মালিকদের শনাক্ত করতে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে চলছে বিশেষ প্রদর্শনী।

সোমবার (২২ সেপ্টেম্বর) নগরের মনসুরাবাদে ডিবি পুলিশের (উত্তর) কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রদর্শনী শুরু হয়। চলবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত।

প্রদর্শনী কক্ষে টেবিলজুড়ে রাখা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ১৪৮টি উদ্ধারকৃত মুঠোফোন। রয়েছে একাধিক আইফোনও। মালিকরা এসে নিজেদের ফোন খুঁজে দেখছেন।

সিএমপি গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, চুরি বা ছিনতাই হওয়া মুঠোফোন মালিকদের হাতে ফেরত দিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর (রোববার) শুরু হয়েছে, আগামী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত প্রদর্শনী চলবে। ইতোমধ্যে কাগজপত্র যাচাই-বাছাই করে আটজন মুঠোফোন প্রকৃত মালিক শনাক্ত করা হয়েছে। আদালতের অনুমতিক্রমে তাদের মুঠোফোন হস্তান্তর করা হবে। সব আবেদন ও আইনি কাজ আমাদের পক্ষ থেকে করা হচ্ছে।

তিনি আরও বলেন, গত ১৪ সেপ্টেম্বর এক ব্যক্তি তার বাসা থেকে মুঠোফোন চুরির অভিযোগ দেন। সেই সূত্র ধরে অভিযান চালিয়ে ১৪৮টি মুঠোফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজন নগরের বিভিন্ন সময়ে চুরি, ছিনতাই ও হারানো মুঠোফোন কম দামে কিনে বিক্রির কথা স্বীকার করেছেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর নগরীর কোতোয়ালী পুরোনো রেলস্টেশন ও চৈতন্যগলি এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪৮টি চোরাই মুঠোফোন, দুটি আইফোন ও দুটি ডিএসএলআর ক্যামেরাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন— সোহেল মিয়া (৩৩), আবদুল হাকিম ওরফে রাকিব (২৭) ও মো. ইয়াছিন (২০)। গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন যাবৎ নগরীর বিভিন্ন এলাকার বিভিন্ন মোবাইল চোর চক্রের সঙ্গে জড়িত।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top