কাপ্তাইয়ে বিদেশি সিগারেটসহ আটক ১

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে ৪৪৯০ প্যাকেট প্যাট্রোন সিগারেট, ১টি আইফোন, ১টি স্যামসাং মোবাইল, ১টি টয়োটা গাড়ীসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ঊনষাট লক্ষ এগারো হাজার টাকা।

আটককৃত মো. হুমায়ন কবীর চৌধুরী (৩৪) কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন এর মো. আক্তার হোসেনের ছেলে বলে জানান কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু।

বিজিবি জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদীর নির্দেশক্রমে নায়েব সুবেদার মো. মাসুদ রানার নেতৃত্বে ব্যাটালিয়নের ১ নং জিপি গেইট সংলগ্ন চেক পোষ্টে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অবৈধভাবে বহনকৃত ৪৪৯০ প্যাকেট প্যাট্রোন সিগারেট, ১টি আইফোন, ১টি স্যামসাং মোবাইল, ১টি টয়োটা (করলা) গাড়ীসহ মো. হুমায়ন কবীর চৌধুরী (৩৪) কে আটক করা হয়।

আটককৃত আসামি, মালামাল এবং গাড়ী কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top