ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচিত কিশোর মাহিন হত্যা মামলার এক মাস পার হলেও মামলার মূল আসামি নাজিম উদ্দিন এখনো গ্রেপ্তার হয়নি। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
পরিবারের অভিযোগ, ঘটনার পরপরই পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও মূল আসামিকে ধরতে কোনো অগ্রগতি হয়নি। প্রভাবশালী হওয়ার কারণে নাজিম উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন স্থানীয় যুবক নোমান ও আজাদকে আটক করা হয়। পরে ২৪ আগস্ট পাইন্দং ইউনিয়নের বেড়াজালী এলাকা থেকে ফারাজ উদ্দিন এবং ২৯ আগস্ট সুন্দরপুর ইউনিয়নে আত্মীয়ের বাড়ি থেকে তাজুল ইসলামসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।
তবে মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠছে। তাদের দাবি, পরিকল্পিতভাবে মাহিনকে হত্যা করা হলেও মূল হোতাকে আড়াল করার চেষ্টা চলছে। নিহতের পরিবার দ্রুততম সময়ে নাজিম উদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেছে, আমরা ন্যায় বিচার চাই, আমাদের মাহিনকে যারা মেরেছে তাদের সবাইকে শাস্তি পেতেই হবে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, ঘটনার পর থেকেই পুলিশ তৎপর রয়েছে। ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ২২ আগস্ট ভোরে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে চোর সন্দেহে রিহান মাহিন (১৪) নামে এক কিশোরকে কয়েকজন যুবক বেধড়ক মারধর করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন