চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার একটি পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৬ পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে একটি শুটার গান, ৩০ রাউন্ড এ্যামোনিশন ও ৩টি চাপাতি উদ্ধার করা হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলো- বান্দরবান জেলার ডলুপাড়া এলাকার মুনিসির ছেলে লুকুম (৩৬), অক্ষয় সিংয়ের ছেলে সুলাই মারমা (৩০), থৈয় মং মারমার ছেলে মং চালু মারমা (৩৮), সামু মারমার ছেলে মনুচিং মারমা (৪০), ত্রাপুঅ এর ছেলে চাইসাও (৪০) এবং সৈলক্ষ মারমার ছেলে চাচিংপু মারমা (৩৮)।
চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, এলাকাবাসীর কাছ থেকে তথ্য পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ৬ পাহাড়ি সন্ত্রাসীকে আটক করা হয়েছে। পরে তাদের চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে চন্দনাইশ থানার ওসি গোলাম সরোয়ার জানান, আসামিদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, মারধরসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। আটক ৬ জনকে সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন