চাটগাঁ নিউজ ডেস্ক : সুযোগের সদ্ব্যহার করলেন শাহিবজাদা ফারহান। দুইবার জীবন ফিফটি করেছেন পাকিস্তানের ওপেনার। তার ফিফটিতেই এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতকে ১৭২ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান।
ফিফটি করলেও ইনিংসের শেষটা ভালো করতে পারেননি শাহিবজাদা।
৩৪ বলে হাফ সেঞ্চুরি করা ব্যাটার আউট হয়েছেন ৫৮ রানে। ৩ ছক্কা ও ৫ চারের ইনিংসটিতে বল খেলেছেন ৪৫টি। তার মতো শেষটা ভালো হয়নি পাকিস্তানেরও।
পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫৫ রান তুলে দারুণ শুরু পেয়েছিল পাকিস্তান।
ব্যক্তিগত ১৫ রানে ফখর জামান আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে ৭২ রানের দারুণ জুটি গড়েন শাহিবজাদা ও সাইম আইয়ুব। জুটি গড়ার পথে ০ ও ৩২ রানে দুবার জীবন পান শাহিবজাদা। দুইবারই তার ক্যাচ মিস করেন অভিষেক শর্মা। অন্যদিকে ব্যক্তিগত ৪ রানের সময় জীবন পাওয়া সাইম ২১ রানের বেশি করতে পারেননি।
সবমিলিয়ে ম্যাচে চারটি ক্যাচ মিস করেছে ভারত। মাঝে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। এতে করে রানের গতি যায় কমে। তা না হলে পাকিস্তানের স্কোরটা ১৭১ নয়, আরো বড় হতো। ১০ ওভার শেষে ১ উইকেটে ৯১ রান তুলেছিল তারা।
কিন্তু বাকি ৬০ বলে নিতে পেরেছে মাত্র ৮০ রান। অথচ, ৯ উইকেট হাতে ছিল তাদের। ভারতের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন মিডিয়াম পেসার শিবম দুবে।
চাটগাঁ নিউজ/এসএ