পতেঙ্গায় এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সেলিম চৌধুরী (৫৩) নামে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাইজপাড়া বটতলা এলাকায় চাইল্ড কেয়ার একাডেমি স্কুল ভবনের নিচের একটি কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর লাশ ঝুলতে দেখে শিক্ষার্থীরা।

স্কুলের শিক্ষকরা জানান, সেলিম চৌধুরী দুই মাস আগে শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে যোগ দেন। তিনি স্কুলের পাশে একটি কক্ষে থাকতেন। তিনি শান্ত-স্বভাবের মানুষ ছিলেন। গত কিছুদিন ধরে অসুস্থ থাকায় ক্লাসে আসেননি। রোববার সকালে এক শিক্ষার্থী কক্ষে ঢুকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে শিক্ষক ও স্থানীয়রা পুলিশে খবর দেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top