চন্দনাইশে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে আহত ৬

চাটগাঁ নিউজ ডেস্ক: চন্দনাইশে একটি মিনি কাভার্ডভ্যান ও একটি নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাশিমপুর খাঁন বটতল মেসার্স মাইশা এন্টারপ্রাইজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে যায়।

আহতরা হলেন- আনোয়ারা উপজেলার সিএনজি অটোরিকশা চালক আবদুল হাকিম (৪৫), মো. নেজাম উদ্দিন (৪০), সায়মা আক্তার সুমি (২৭), হাসান (১২), জান্নাতুল ফেরদৌস (৮), ওয়ারিয়া জান্নাত (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন। দোহাজারী হাসপাতাল থেকে সিএনজি অটোরিকশা চালক আবদুল হাকিমকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দোহাজারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবদুল্লাহ শাহরিয়ার মিশু জানান, দুর্ঘটনায় আহত ৪ জনকে তাদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুল আলম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কাভার্ডভ্যানের চালক ও হেলপার পলাকত রয়েছে। এই ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top