জালনোট-ওয়াকিটকিসহ যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে জালনোট ও ওয়াকিটকিসহ যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৯৩ হাজার ৫০০ টাকার জালনোট এবং দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

রবিবার (২১ সেপ্টেম্বর) কোতোয়ালি থানার নতুন রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. আজিম (৩০) ও মো. সোহাগ (৩৬)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আজিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৯৩ হাজার ৫০০ টাকার জালনোট ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিম জানায়, তার সহযোগী মো.সোহাগের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে তারা জালনোট ব্যবসা করে আসছিলেন। ওয়াকিটকির মাধ্যমে তারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতেন। গ্রেপ্তার দুই জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top