ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তার নাম ময়ুর উদ্দিন (২২)। তিনি উপজেলার পারুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর পারুয়া এলাকার আবুল হাশেমের ছেলে।

তার বড় ভাই আবদুল শুক্কুর জানান, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ওমানের বোয়ালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ময়ুরসহ তিনজন গাড়িতে করে তার আরবাবের কাছে যাচ্ছিলেন। যাওয়ার পথে তাদের গাড়ি উল্টে গিয়ে সবাই আহত হন। তবে ময়ূরের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই শুক্কুর আরও জানান, চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তিন বছর আগে প্রবাসে যাওয়া ময়ূর একটি মাছ পরিবহনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সর্বশেষ ৪-৫ মাস আগে দেশে এসে আবারও ওমানে ফিরে গিয়েছিলেন। তার লাশ দেশে পাঠানোর বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সাথে কথা চলছে বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top