মানসিক ভারসাম্যহীন মায়ের খাওয়ানো বিষে শিশুর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে মায়ের খাওয়ানো বিষে ৯ মাস বয়সী শিশু আব্দুল্লাহ’র মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পাইন্দং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কবির আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, মা আমেনা বেগম (৩৫) নিজ সন্তানকে নিয়ে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আব্দুল্লাহ। তবে মা এখনও জীবিত আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, আমেনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাপের বাড়িতেই এ ঘটনা ঘটে। তিনি নিজে বিষপান করার পাশাপাশি সন্তানকেও খাইয়ে দেন। এতে রাতে শিশুর মৃত্যু হয়, তবে মা এখনও চিকিৎসাধীন।

আমেনা বেগম উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মুহাম্মদ ফিরোজের স্ত্রী।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top