চট্টগ্রামে বজ্রপাতের বিশেষ সতর্কতা জারি!

চাটগাঁ নিউজ ডেস্ক: সারাদেশে চলমান বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রোববার (২১ সেপ্টেম্বর) রাত থেকে পরের দিন সোমবার (২২ সেপ্টেম্বর) রাত পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। আর এই ঝুঁকি সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।

বিডব্লিউওটি জানায়, বর্তমানে দেশে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির প্রবণতা চালু রয়েছে। এ সময় বজ্রপাতের জন্য বায়ুমণ্ডলে পর্যাপ্ত শক্তি থাকায় তীব্র বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে। তাই আপাতত আরো কয়েকদিন বজ্রবৃষ্টির আলামত লক্ষ্য করা মাত্রই সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।

সংস্থাটি জানায়, রোববার (২১ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতের মধ্যে দেশের অধিকাংশ স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশি প্রভাব থাকতে পারে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের এলাকাগুলোতে বজ্রপাতের প্রবণতা বেশি থাকবে।

এসব স্থানে বৃষ্টিপাতের সময় তীব্র বজ্রপাত লক্ষ্য করা যেতে পারে। বজ্রপাতের ধরন অনেকটা এমন যে, প্রতি মিনিটে আশি থেকে ১০০টিরও বেশি বিদ্যুৎ চমক হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৫০টা পর্যন্ত বজ্রপাত হতে পারে। যা সতর্কতা অবলম্বন না করলে প্রাণনাশের কারণ হতে পারে।

বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে বিশেষভাবে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে সংস্থাটি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top