রাউজানে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল পথচারীর

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। তার নাম স্বপন কুমার বড়ুয়া (৬৫)। তিনি উপজেলার পশ্চিম বিনাজুরী এলাকার মৃত নলিনি রনজন বড়ুয়ার ছেলে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রতিবেশী উদয়ন বড়ুয়া বলেন, শুক্রবার দুপুরে স্বপন কুমার গহিরা ইউনিয়নের কোতোয়ালিঘোনা এলাকায় ভাতিজা ভান্তে প্রিয়নান্দ বড়ুয়ার মন্দিরে সংঘদান অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে বিকেল পাঁচটার দিকে বাড়ি ফেরার পথে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ব্রিক ফিল্ড এলাকায় চট্টগ্রাম–রাঙ্গামাটি সড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শনিবার সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়।

নিহত স্বপন কুমার বড়ুয়ার স্ত্রী আগেই মারা গেছেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার ছেলে মিতুল দেবু ঠাকুর বাড়ির বাসিন্দা এবং পশ্চিম বিনাজুরী শ্মশান বিহারের ধর্মীয় উপাসক।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top