আসন্ন দুর্গাপূজায় অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে— মীর হেলাল

চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গোৎসবে অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে উল্লেখ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ বিষয়ে দলীয় নেতাকর্মী ও সনাতন সম্প্রদায়কে সতর্ক থাকার আহবানও জানান তিনি।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদরে পার্বতী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে হাটহাজারী পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মীর হেলাল এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘দেড় দশক ধরে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ নানা কায়দায় সাম্প্রদায়িক নানা খেলা খেলে ফায়দা হাসিল করেছিল। দুর্গাপূজার সময় অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টির পথ বেছে নিতে পারে। দলীয় নেতাকর্মী ও সনাতন সম্প্রদায়ের সবাইকে সচেতন থেকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানাই। এই অপশক্তিকে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’

মীর হেলাল বলেন, ‘দেশে কাউকে আমরা সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু হিসেবে বিবেচনা করতে চাই না। এই জাতির মধ্যে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ তৈরি করে পতিত স্বৈরাচার হাসিনা ফায়দা হাসিল করেছিল। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন অনুযায়ী আমরা সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন, সাম্প্রদায়িক সম্প্রীতির সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো।’

হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অশোক কুমার নাথের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোহম্মদ সেলিম, আইয়ুব খান, পৌরসভা কমিটির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top