এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের বাগদান সম্পন্ন

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর সাবেক সংগঠক শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পারিবারিকভাবে স্বল্প পরিসরে এই বাগদান সম্পন্ন হয়। পরদিন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেন হান্নান মাসউদ।

হান্নান মাসউদ তার ফেসবুক পোস্টে লেখেন, “আল্লাহর রহমতে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। আপনাদের দোয়া কামনা করছি।” পোস্ট দেওয়ার পর তার অনুসারী ও দলের নেতাকর্মীরা নবদম্পতির জন্য শুভকামনা জানান।

শ্যামলী সুলতানা জেদনী ছিলেন বাগছাসের কেন্দ্রীয় কমিটির সংগঠক। গত ২৮ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন। রাজপথের আন্দোলন ও সাংগঠনিক কাজে সক্রিয় থেকে তিনি ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে হান্নান মাসউদ দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্ত আছেন। বর্তমানে তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাগদান সম্পন্নের একদিন পর শুক্রবার সৌদি আরব গেছেন হান্নান মাসউদ। সেখানে তিনি এক সপ্তাহের বেশি অবস্থান করবেন। এ সময় তিনি পবিত্র ওমরা পালন করবেন এবং দলীয় কিছু কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা রয়েছে।

বাগদান প্রসঙ্গে পরিবারের ঘনিষ্ঠজনেরা জানান, পারিবারিক সিদ্ধান্তে এ আয়োজন করা হয়। আপাতত বিয়ে কবে হবে তা এখনো নির্ধারিত হয়নি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top