রাউজানে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিবর্ষণ

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় রাজীব চৌধুরী রাজু (৪৫) নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে পালিয়ে গেলেন দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া বাজারে এই ঘটনা ঘটে।

ঘটনার পর বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দোকানপাট বন্ধ করে দেয়৷ সন্ধ্যা দিকে রাউজান থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও আলামত সংগ্রহ করেন।

ভুক্তভোগী ব্যবসায়ী রাজীব চৌধুরী রাজু বলেন, গত কয়েকদিন বিদেশি নম্বরসহ দুটি নম্বর ফোন দিয়ে আমার কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অপারগতা ও অক্ষমতা প্রকাশ করলে শেষ পর্যন্ত তারা ৫০ হাজার টাকা দিতে বলেন। না দিলে আমাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন। আজ (বৃহস্পতিবার) ৪ টার দিকে আমি দোকানে বসা ছিলাম।

এমতাবস্থায় একটি মোটরসাইকেলযোগে মুখোশ পড়া ৩ জন লোক এসে আমার দোকানে সামনে দাঁড়ায়। কোমর হতে অস্ত্র বের করে আমাকে লক্ষ্য করে দুটি গুলি করে পালিয়ে যায়। আমি অস্ত্র বের করতে দেখে তাৎক্ষণিকভাবে ক্যাশবক্সের নিচে শুয়ে পরি। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পায়।

আমি পুলিশকে ফোনে বিষয়টি জানালে পুলিশ সন্ধ্যার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই বিষয়ে তদন্ত করা হচ্ছে। চাঁদার দাবির বিষয়ে ইতোপূর্বে কোন অভিযোগ পায়নি।

চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন

Scroll to Top