অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর

চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাস উপলক্ষে ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হবে এ বছরের ১৭ ডিসেম্বর। যা চলবে আগামী বছরের ১৭ জানুয়ারি পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, একাডেমিক সচিব, পরিচালকবৃন্দ, এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

সভার সিদ্ধান্ত অনুযায়ী- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান উপলক্ষে অমর একুশে বইমেলা আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২০২৬ সালে ১৭ জানুয়ারি পর্যন্ত।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top