চাকসু নির্বাচন : ৪ দিনে মনোনয়নপত্র নিলেন ১১৬২ জন

চাটগাঁ নিউজ ডেস্ক : চার দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদের বিভিন্ন পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সর্বমোট ১ হাজার ১৬২ জন প্রার্থী। এ ছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৭১ জন।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব প্রফেসর ড. একেএম আরিফুল হক সিদ্দিকী জানান, চাকসুতে ৫২৮ জন মনোনয়নপত্র নিয়েছেন।

হল ও হোস্টেল সংসদে সর্বশেষ মনোনয়ন ফরম নিয়েছেন ৬৩৪ জন। হলগুলোতে মনোনয়ন ফরম নিয়েছেন–এএফ রহমান হলে ৪২ জন, আলাওল হলে ৪১ জন, শাহ আমানত হলে ৫০ জন, অতীশ দীপঙ্কর হলে ৫৩ জন, শহীদ আব্দুর রব হলে ৩৮ জন, শহীদ ফরহাদ হোসেন হলে ৬১ জন, শাহজালাল হলে ৪৫ জন, সোহরাওয়ার্দী হলে ৮৩ জন, মাস্টার দা সূর্যসেন হলে ৪১ জন, বিজয় চব্বিশ হলে ৪০ জন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ৩৭ জন, নবাব ফয়জুন্নেছা হলে ১৫ জন, প্রীতিলতা হলে ৩৭ জন, শামসুন্নাহার হলে ২৫ জন এবং একমাত্র হোস্টেল শিল্পী রশীদ চৌধুরী হোস্টেলে ২৬ জন।

মনোনয়নপত্র জমাদানের বিষয়ে তিনি বলেন, এ পর্যন্ত মনোনয়ন ফরম জমা পড়েছে ৩৭১ জনের। এর মধ্যে চাকসুতে ১২৫ জন, হল সংসদে ২৪৬ জন।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজ (১৭ সেপ্টেম্বর) বর্ধিত মনোনয়ন ফরম বিতরণ শেষ হলো।

এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত প্রথম তিন দিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে ১ হাজার ৮৯টি ফরম বিক্রি হয়।

ওইদিন মনোনয়ন ফরম বিতরণের শেষদিন হলেও গতকাল বুধবার দুপুর সোয়া ১২টার দিকে ছাত্রদলও কিছু শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম বিকাল ৫টা পর্যন্ত বর্ধিত করে। পরে ১৮ সেপ্টেম্বর ৫টা পর্যন্ত ফরম জমা দেওয়ার সময় বর্ধিত করে নির্বাচন কমিশন।

চাকসুর তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top