পড়া হয়েছে: 44
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে শুরু হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিক এই মহড়া শুরু হয়। যেটি আগামী সাতদিনব্যাপি চলবে।
বাংলাদেশ বিমান বাহিনীর মিডিয়া বিভাগ জানিয়েছে, যৌথ মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের দুটি সি-১৩০জে বিমান। এতে বাংলাদেশের ১৫০ জন এবং যুক্তরাষ্ট্রের ৯২ জন সামরিক সদস্য অংশ নিচ্ছেন।
চট্টগ্রামে বিমান বাহিনী ঘাঁটিতে অপারেশন প্যাসিফিক এঞ্জেল পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।
চাটগাঁ নিউজ/জেএইচ