ছাত্রদলের আবেদনে সময় বাড়ল চাকসুর মনোনয়ন জমা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদের মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। ছাত্রদলের লিখিত আবেদনের পর আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ চলবে আজ বিকেল ৫টা পর্যন্ত। আর জমাদানের সময়সীমা বাড়ানো হয়েছে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়াতে লিখিত আবেদন জমা দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শাখা ছাত্রদলের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আইওয়াশ মিটিং করে সমাধান হবে না। আমাদের প্রার্থীদের কেউ কেউ এখনো ক্যাম্পাসে আসতে পারেনি। তাদের বঞ্চিত করলে সেটা স্বৈরাচার আমলের মতো হবে। আমরা চাই না, বিশ্ববিদ্যালয় প্রশাসন একপক্ষের এজেন্ডা বাস্তবায়ন করুক।’

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, ‘একটি সংগঠন ও কয়েকজন শিক্ষার্থীর আবেদনের পর আজ জরুরি মিটিং করি। সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ আজ বিকেল ৫টা পর্যন্ত চলবে। জমা দেওয়ার শেষ সময় আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত।’

চাকসুর ঘোষিত তপসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছিল ১৪ সেপ্টেম্বর, যা শেষ হওয়ার কথা ছিল মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর। জমা দেওয়ার শেষ সময় ছিল আজ ১৭ সেপ্টেম্বর। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top