চাটগাঁ নিউজ ডেস্ক: ভারতে পালানোর সময় চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের একাধিকবারের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বর্তমানে কারাগারে আছেন। তার ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদ (৫২) রাউজান উপজেলা আওয়ামী লীগের (সাময়িকভাবে কার্যক্রম স্থগিত) সহ-সভাপতি।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইরফান আহমেদ আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থেকেই সম্প্রতি তিনি ভারতে চলে যাবার সব প্রস্তুতি সম্পন্ন করেন। কিন্তু রাউজান থানা পুলিশ গোপন সূত্রে বিষয়টি জেনে যায়।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আমাদের তথ্যের ভিত্তিতে ইরফানকে আখাউড়া স্থলবন্দরে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে রাউজান থানায় নিয়ে আসা হচ্ছে। এরপর আদালতে সোপর্দ্দ করা হবে। তার বিরুদ্ধে আমাদের থানায় একটি মামলা আছে।
ইরফান আহমেদের বিরুদ্ধে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের অত্যাচার-নির্যাতন, আওয়ামী লীগের ফজলে করিম বিরোধী নেতাকর্মীদের হয়রানি, ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব তবলীগ কমিটির কার্যালয় ভাঙচুর, লুটপাটসহ বিভিন্ন অভিযোগ আছে।
চাটগাঁ নিউজ/এমকেএন