চট্টগ্রামে ঘুষের টাকাসহ ধরা এক কাস্টমস কর্মকর্তা

চাটগাঁ নিউজ ডেস্ক: ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা খেলেন রাজীব রায় নামে চট্টগ্রাম কাস্টমসের এক কর্মকর্তা। যিনি দীর্ঘদিন ধরে  সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে চট্টগ্রামে কর্মরত আছেন।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দদুক)। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির উপপরিচালক সুবেল আহমেদ।

তিনি জানান, চট্টগ্রাম কাস্টমসে আমদানি করা পণ্য ছাড়াতে ঘুষের অভিযোগ করছেন ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানিকারকেরা। দুদকের একটি দল কাস্টমসে গিয়ে সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) রাজীব রায়ের কাছে ৩০ হাজার টাকা পান। তবে এ টাকার কোনো উৎস তিনি তাৎক্ষণিক জানাতে পারেননি।

বিষয়টি নিয়ে কাস্টমস কমিশনার মোহাম্মদ শফিউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top