ফ্যাসিস্ট আমলের তিন মামলা থেকে খালাস পেলেন চসিক মেয়র

চাটগাঁ নিউজ ডেস্ক: বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের তিন মামলা থেকে খালাস পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আবদুর রহমানের আদালত খালাসের এই  আদেশ দেন।

খালাসের বিষয়টি নিশ্চিত করেছেন ডা. শাহাদাত হোসেনের আইনজীবী অ্যাডভোকেট আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ।

তিনি জানান, বাংলাদেশ সচিবালয়ের আইন শাখার নির্দেশনায় দায়ের করা দুটি মামলা থেকে খালাস পেয়েছেন জনতার মেয়র ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে আরেকটি মামলায় আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে শুনানি শেষে তাকে খালাস দেন। এর মধ্যে দুটি মামলা বিশেষ ক্ষমতা আইনে এবং অন্যটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়েছিল।

জানা গেছে, বিগত সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ায় এসব মামলা দায়ের করা হয়েছিল। যা ছিল রাজনৈতিকভাবে হয়রানি করা। আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি নেতা শাহাদাত হোসেনের বিরুদ্ধে মোট ১১০টি মামলা হয়, যার মধ্যে এখন পর্যন্ত তিনি ৪০টি মামলায় অব্যাহতি ও খালাস পেয়েছেন।

এছাড়াও এদিন মামলা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার, সাবেক সভাপতি এনামুল হক, মহানগর পিপি মফিজুল হক ভূইয়া, অ্যাডভোকেট তারিক আহমেদসহ বেশ কয়েকজন আইনজীবী।

এসময় আদালত প্রাঙ্গণে ডা. শাহাদাত হোসেন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলার মাধ্যমে আমাকে এবং গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমত, আদালতের ন্যায়বিচার এবং আপনাদের দোয়া-ভালোবাসার কারণে আমি আজ অব্যহতি পেলাম। সত্যকে কখনোই চাপা দেওয়া যায় না।

আমি জনগণের কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আজীবন অবিচল থাকব। সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি আবারো জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যাবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top