আনোয়ারায় আবারও নারী-শিশুসহ ৩১ রোহিঙ্গা আটক

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসার পথে নারী-শিশুসহ ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পারকি সমুদ্র সৈকতের টানেল সার্ভিস এরিয়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে প্রাপ্তবয়স্ক ১৪জন হলো- মো. আমিন (৩৩), ইমাম হোসেন (৩১), রুহুল আমিন (২৮), মোবারক হোসেন (১৮), মো. করিম (৩০), মোহাম্মদ হোসেন (২৫), হুজাইফা (২৬), আনোয়ারা (২৭), উম্মে সালমা (২৪), হাসিনা (৩০), রেহেনা (১৩), রশিদা (৩৩), সুমাইয়া (১৮), শহিদা (২৩)।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দেড়টার দিকে আনোয়ারা আর্মি ক্যাম্পের পেট্রোল টিম কর্ণফুলী টানেল সার্ভিস এরিয়া সংলগ্ন দুধকুমরা এলাকায় ৩১ জন রোহিঙ্গাকে আটক করে। তারা সকলেই ২ দিন পূর্বে একজন দালালের সহায়তায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। আটক রোহিঙ্গারা মূলত বিভিন্ন দলে বিভক্ত হয়ে চট্টগ্রাম শহর ও রাজধানী ঢাকায় গমনের প্রস্তুতি নিচ্ছিল। উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের সঙ্গে মিশে গিয়ে অচেনা পরিচয়ে বসবাস করা। এভাবে তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে দীর্ঘমেয়াদে দেশের ভেতরে থাকার পরিকল্পনা করেছিল।

জানা যায়, দালাল ৭টি পরিবার থেকে মোট ৬১ হাজার ৫০০ টাকা গ্রহণ করে। ওই অর্থের বিনিময়ে তিনি নৌকাযোগে তাদের ভাসানচর থেকে চট্টগ্রামের আনোয়ারা এলাকায় পৌঁছে দেন।

চট্টগ্রামের আনোয়ারা এলাকা ভৌগোলিকভাবে সমুদ্রপথে প্রবেশযোগ্য হওয়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে রোহিঙ্গারা এখানে প্রবেশের চেষ্টা করে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করলেও সুযোগসন্ধানী দালাল চক্র এই প্রক্রিয়াকে সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top