রাঙ্গুনিয়ায় রুবেল হত্যা মামলার আসামি ইউপি সদস্য গ্রেফতার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মো. রুবেল (৩০) নামের এক সিএনজি অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

তার নাম আমির হোসেন প্রকাশ সুমন (৩৯)। তিনি উপজেলার লালানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় মো. ইলিয়াছের ছেলে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তিনি গ্রেফতার হন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গত বছরের ২৬ ডিসেম্বর দিবাগত রাত একটার পর উপজেলার লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়া এলাকায় চোর সন্দেহে রুবেলকে পিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। রুবেল এক আত্মীয়ের মালিকানাধীন সিএনজি চালিত অটোরিকশায় গ্যাস নেওয়ার জন্য ঘর থেকে বের হন। গ্যাস নিয়ে ফেরার পথে লালানগর বন্দেরাজাপাড়া এলাকায় এলে কিছু স্থানীয় ব্যক্তি গতি রোধ করেন। পরে তার বিরুদ্ধে চুরির অভিযোগ করে পিটুনি দেওয়া হয়। এতে তার মৃত্যু হয়েছে। নিহত রুবেল চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মোহাম্মদ আলীর পুত্র। তবে তিনি দীর্ঘদিন ধরে লালানগর ৫ নম্বর ওয়ার্ডে তার শ্বশুর বাড়িতে থাকতেন। এই ঘটনায় পরেরদিন নিহতের স্ত্রী কাজলী আক্তার বাদী হয়ে অজ্ঞতানামা আসামিদের বিবাদী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, রুবেল হত্যার ঘটনায় ইতিপূর্বে গ্রেফতারকৃত আসামিরা আদালতে দেয়া জবানবন্দিতে এই ঘটনায় ইউপি সদস্য সুমনের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। এর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top