সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৮ শ্রমিক 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় তেলের ট্যাংক বিষ্ফোরণে অন্তত আট শ্রমিক দগ্ধের খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)) দুপুরে উপজেলার সোনাইছড়ি এলাকায় অবস্থিত জিরি সুবেদর শিপ ব্রেকিং ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চত করেছেন চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আবদুল্লাহ আল মাহমুদ। তিনি বলেন, দগ্ধদের উদ্ধার করে নগরীর দুইটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

আহতরা হলেন, মো: দুলাল হোসেন, হাফিজুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোক্তার শেখ, শহীদুর রহমান, ‎মোঃ ফারুক, মো: দুলাল হোসেন এবং হানিফ আলী।

এসপি মাহমুদ জানান, জাহাজ কাটার সময় আগুনের ফুলকি গিয়ে তেলের ট্যাংকে পড়লে বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এসময় সেখানে থাকা দুইজন গুরতর দগ্ধ হয় এবং পাশে থাকা আরো ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে নগরীর দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

 

Scroll to Top