আনোয়ারায় শীর্ষ সন্ত্রাসী আখতার গ্রেফতার

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আখতার হোসেন (৪০)কে গ্রেফতার করা হয়েছে। সে সাবেক আনোয়ারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম প্রকাশ বদনী মেম্বারের পুত্র।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সেনাবাহিনীর ৩৮ এডি রেজিমেন্টের আনোয়ারা আর্মি ক্যাম্প ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে আখতারকে তার বাড়ির গোপন কক্ষ থেকে আটক করে।

অভিযানে উদ্ধার হয় একটি নকল পিস্তল, ১৮টি দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা, গ্রেনেড সদৃশ বস্তু, সামরিক ওয়াকিটকি সেট ও কম্পাস, ২১টি মোবাইল ফোন, ৯৫টি সিমকার্ড, পেনড্রাইভ, মেমোরি কার্ড, বিদেশি মদের বোতলসহ নির্যাতনের সরঞ্জাম।

সেনাবাহিনীর তথ্যে মতে, আখতারের বিরুদ্ধে আনোয়ারা ও কর্ণফুলী থানায় ১০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নির্যাতনের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল সে।

কর্ণফুলী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ জানান, সেনাবাহিনীর অভিযানে আটককৃত আখতারকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইন প্রক্রিয়া শেষে আদলতে প্রেরণ করা হবে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top